
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও হামলার পর থেকেই চূড়ান্ত সতর্কতা সীমান্তবর্তী এলাকায়। তারমাঝেই সোমবার সন্ধেয় নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দেশের একাধিক রাজ্যে বুধবার সিকিউরিটি ড্রিল অর্থাৎ নিরাপত্তার নকল মহড়া চলবে। নকল মহড়ার সময় বাজাতে হবে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন। বেসামরিক নাগরিক এবং শিক্ষার্থীদের যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেদের রক্ষা করার জন্য প্রতিরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। হঠাৎ ব্ল্যাকআউট হলে কী করণীয়, কীভাবে উদ্ধারকার্য চালানো হবে জরুরি পরিস্থিতিতে, প্রশিক্ষণ দেওয়া হবে সেসব বিষয়েও। এই মহড়ায় অংশগ্রহণ করবেন জেলাশাসক-সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক, সাধারণ শিক্ষার্থী-সহ অনেকেই। এর আগে, শেষ ১৯৭১ সালে ভারত এই ধরনের মহড়া করেছিল।
কিন্তু মহড়ায় কেন বাজানো হবে সাইরেন? কী এর গুরুত্ব? কতদূর পর্যন্ত এই যুদ্ধ-সাইরেন শোনা যায়? সোমবারের নির্দেশের পর থেকেই সাধারণের মানুষের মনে এই ধরনের বেশ কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
কোথায় কোথায় এই সাইরেন বাজানো হবে?
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, এই যুদ্ধ সাইরেন সরকারি ভবন, পুলিশ সদর দপ্তর, অগ্নিনির্বাপণ কেন্দ্র, সামরিক ঘাঁটির মতো জায়গাগুলি থেকে বাজানো হবে। মূলত উঁচু ভবন থেকে বাজানো হয়, যাতে শব্দ পৌঁছে যায় যতদূর সম্ভব ততদূর পর্যন্ত। দিল্লি-নয়ডার মতো জায়গায় হাই-আলার্ট জোনে সাইরেন বাজানো হতে পারে এই সাইরেন।
আগামিকাল এই যুদ্ধ সাইরেন শুনতে পেলে, কী করণীয় প্রাথমিকভাবে?
যেহেতু এটি মহড়া, তাই প্রাথমিকভাবে এই সাইরেন শুনে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। প্রাথমিকভাবে এই সাইরেন বাজানোর উদ্দেশ্য, যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে, সেই মুহূর্তে কীভাবে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে, কী করণীয় সেই প্রসঙ্গে শিক্ষা দেওয়া।
তবে, যুদ্ধকালীন পরিস্থিতিতে এই সাইরেন শুনলেই বেশকিছু নিয়ম পালন করতে হয়-
খোলা জায়গা থেকে সরে গিয়ে আশ্রয় নিতে হবে কোন ঘরে, ছাদের নিচে। প্রথম সাইরেন বাজার কয়েক মিনিটের মধ্যে নিরাপদে আশ্রয় নেওয়া জরুরি। সেই অভ্যাস তৈরির কারণেই মহড়ায় সাইরেন বাজানো হয়।
টিভি, রেডিও, সরকারি অ্যাপ অনুসরণ করে পরিস্থিতির উপর নজর রাখা।
গুজব এড়িয়ে চলে সরকারি নির্দেশ পালন করা।
এর আগে কখন ভারতে যুদ্ধ সাইরেন বাজানো হয়েছে?
১৯৬২-চিনের সঙ্গে যুদ্ধ চলাকালীন সময়ে।
১৯৬৫ এবং ১৯৭১, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চলাকালীন সময়ে।
১৯৯৯-এ কার্গিল যুদ্ধে।
'কলা দেব, আয়', লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন, হাড়হিম কাণ্ড এই রাজ্যে
বাবার ক্যানসার, রিপোর্ট পেয়েই মুষড়ে পড়ল গোটা পরিবার, সেই রাতেই একসঙ্গে চরম পদক্ষেপ
বুদ্ধি ‘চুরি’ করতে মানুষের ঘিলু খেয়ে নিতেন, উত্তরপ্রদেশের মগজখেকোর দ্বিতীয় যাবজ্জীবন
বায়ুসেনার গুরুত্বপূর্ণ তথ্য পাচার! পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গুজরাটে গ্রেপ্তার স্বাস্থ্যকর্মী
গাছের নীচে নিশ্চিন্তে ঘুম, হঠাৎ হুড়মুড়িয়ে পড়ল পাঁক-কাদার স্তূপ, পুরকর্মীর ভুলে মর্মান্তিক পরিণতি যুবকের
'ভারতের আত্মরক্ষার অধিকার আছে', 'অপারেশন সিঁদুর' নিয়ে দিল্লিকে সমর্থন জার্মানির, ইসলামাবাদ শুধুই দর্শক!
মিষ্টিতেও মুছল 'পাক' শব্দ, জয়পুরের আইকন 'মাইসোর-পাক' এখন অতীত, বদলে কী হল সেই মিষ্টির নাম?
পাক অর্থমনীতির দফারফা করতে আদাজল খেয়ে ঝাঁপালো নয়াদিল্লি! নজিরবিহীন কোন পদক্ষেপের পথে ভারত?
মন্দির চত্বরেই নমাজ পড়ছেন যুবক! ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক
লাল গাড়িতে নাচতে নাচতে বাড়ি ফিরছে গণধর্ষণে অভিযুক্ত, মানবতার হাহাকার কর্ণাটকে
সাপের কামড়ে ৪৭ জনের মৃত্যু ২৮০ বার! কোটি কোটি টাকা আত্মসাৎ, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ভয়ঙ্কর দুর্নীতি
এক সময়ের রাজপ্রাসাদ, বর্তমানে দেশের বিলাসবহুল হোটেল, ভারতের এমন ছয়'টি রাজপ্রাসাদ সম্পর্কে জানুন
হিন্দুদের মোক্ষ লাভের ধারণার প্রসঙ্গ উঠে এল ওয়াক্ফ সংশোধনী আইন নিয়ে বিতর্কে, কী বলল সুপ্রিম কোর্ট?
কে যে পশু, বোঝা মুশকিল! অসমে রয়্যাল বেঙ্গল টাইগার পিটিয়ে মেরে দাঁত, চামড়া ছাড়িয়ে নিল জনতা
‘আমার রাশিতে দুই বৌ রয়েছে’, স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে অদ্ভুত সাফাই শিক্ষকের!